ক্যাসিনোর গল্প এখন আর কারো অজানা নয়। দেশের সব শ্রেণির মানুষের মধ্যে ক্যাসিনো নিয়ে আলোচনা চলছে। ক্যাসিনোর সেই গল্প এবার ওঠে আসছে ছোট পর্দায়। এরইমধ্যে নির্মাতা অঞ্জন আইচ নির্মাণ করেছেন ‘ক্যাসিনো’ শিরোনামের একটি খণ্ড নাটক।
এতে দেখা যাবে কীভাবে ক্যাসিনোর মালিকদের টাকা হাত বদল হয়। এদিকে এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন অভিনেতা সাঈদ বাবু ও মনোজ। এতে তাদের বিপরীতে থাকছেন নাদিয়া মীম ও সূচনা আজাদ। সাঈদ বাবু বলেন, সমসাময়িক একটি বিষয়ের নাটকে অভিনয় করে বেশ ভালো লেগেছে।
আমাদের আশেপাশে সমসাময়িক অনেক গল্প আছে। নির্মাতারা ইচ্ছে করলে এসব বিষয় নিয়ে নাটক নির্মাণ করতে পারেন। এ ছাড়া প্রথমবারের মতো একই নাটকে আমি আর মনোজ একসঙ্গে কাজ করেছি। গল্পে আমাদের দুজনকে একজন কালো টাকার মালিকের অধীনে কাজ করতে দেখা যাবে।
নির্মাতা বলেন, ক্যাসিনো এখন সবার মুখে মুখে আলোচনার বিষয়। আমি প্রেম ভালোবাসার বাইরে একটু ভিন্ন কিছু করার জন্যই এই গল্পটি নির্বাচন করেছি।