Home > স্বাস্থ্য > করোনায় আক্রান্ত হলে বোঝার উপায়

করোনায় আক্রান্ত হলে বোঝার উপায়

১) আপনার সর্দি হয়েছে কিন্তু কাশি নেই। সুতরাং আপনার করোনা হয়নি।

২) আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে কিন্তু শুকনো কফ হয়নি। আপনার করোনা হয়নি।

৩) আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে কিন্তু জ্বর হয়নি। সুতরাং আপনি করোনায় আক্রান্ত হননি।

৪) আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে, জ্বরও হয়েছে কিন্তু জ্বর নেমে গেছে। আপনি করোনায় আক্রান্ত হননি।

৫) আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে, জ্বরও হয়েছে কিন্তু জ্বর নামেনি এবং শ্বাসকষ্ট হয়নি। সুতরাং আপনি করোনায় আক্রান্ত হননি।

৬) আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে, জ্বরও হয়েছে কিন্তু জ্বর নামেনি এবং শ্বাসকষ্ট হয়েছে, শরীরও ব্যাথা করছে। তার মানে আপনি করোনায় আক্রান্ত হতে পারেন।

তাহলে আর বিলম্ব না করে অতিস্বত্তর যোগাযোগ করুন করোনার জন্য সরকার নির্ধারিত হাসপাতাল বা হটলাইনে কল করুন।