Home > স্বাস্থ্য > দুধের সঙ্গে কখনোই যে ৯ খাবার কখনোই চলবে না
Pouring milk in the glass on the background of nature.

দুধের সঙ্গে কখনোই যে ৯ খাবার কখনোই চলবে না

শরীর সুস্থ রাখতে কী খাবো এবং কখন খাবো, এই বিষয়ে আমরা সবাই চিন্তা-ভাবনা করি। কিন্তু যখন একটি খাবারের সঙ্গে অন্য একটি খাবার মিশিয়ে খাওয়া হয়, তখন তা ঠিকমতো হল কিনা, সেটা নিয়ে আমরা বেশিরভাগই খুব একটা ভাবিত নই। যেমন অনেক কিছুর সঙ্গে আমরা দুধ মিশিয়ে খাই। পছন্দের কুকিজ হোক বা কোনও ফলের সঙ্গে আমরা দুধ খেয়ে থাকি।

কিন্তু এই অভ্যেস কি আদৌ স্বাস্থ্যসম্মত। আয়ুর্বেদ বলছে যে দুধের সঙ্গে যে কোনও খাবার মোটেও মেশানো যায় না। যে কোনও খাবারের সঙ্গে দুধ খেলে তা স্বাস্থ্য বিপর্যয় ঘটাতে পারে। যেমন অনেক দুধ আর কলা একসঙ্গে খান, আবার অনেকে দুধ আর ডিম একসঙ্গে খান। এর কোনওটিই ঠিক নয় বলে আয়ুর্বেদাচার্য ডা. প্রতাপ চৌহান। একসঙ্গে মেশানো যায় না, এমন দুটি খাবার একসঙ্গে খেলে তা হজমের সমস্যা করতে পারে বলে জানিয়েছেন তিনি। কোন কোন খাবারের সঙ্গে দুধ খাওয়া ঠিক নয়, তার তালিকা দেখে নিন।

কলা, চেরি, যে টকজাতীয় খাবার (কমলা, লেবু, বাতাপি লেবু, তেঁতুল, আমলা, গ্রিন আপেল, তাল, আনারস।), ইস্ট আছে এমন যে কোনও খাবার, ডিম, মাংস, মাছ, খিচুড়ি, ইয়োগার্ট, বিনস, মুলো।

টাটকা গরুর দুধ খাওয়া শরীরের পক্ষে সবচেয়ে ভালো। এর মধ্যে মধু বা গুড় মিশিয়ে নিতে পারেন।