Home > শিক্ষা > পালিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভিপি নুর

পালিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, উন্নত চিকিৎসার জন্য নুরকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি হাসপাতালের নাম প্রকাশ করেননি।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, অবস্থার উন্নতি হওয়ায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশে নুরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

‘সোমবার রাতে তাকে (নুর) ছাড়পত্র দেয়া হয় এবং মঙ্গলবার সকালে সে হাসপাতাল ছেড়ে চলে গেছে। তবে আরো চিকিৎসার প্রয়োজন হলে নুরের জন্য হাসপাতালের দরজা সবসময়ই খোলা রয়েছে।’

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। এতে নুরসহ কমপক্ষে ২৮ জন আহত হন। বাংলাদেশ ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ রয়েছে।