Home > শিক্ষা > ২৩ জুলাই পর্যন্ত মাধ্যমিক-কারিগরি টিভি ক্লাসের সংশোধিত রুটিন প্রকাশ

২৩ জুলাই পর্যন্ত মাধ্যমিক-কারিগরি টিভি ক্লাসের সংশোধিত রুটিন প্রকাশ

মহামারি করোনা ভাইরাসের কারণে শুরু থেকেই সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে সম্প্রচার করা হচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস। সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস প্রচার করা হচ্ছে। ১৯ জুলাই থেক আগামী ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন বিষয়ের ক্লাসের সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হযচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টিভিতে।

পাঠকের জন্য সংসদ টিভিতে ক্লাস প্রচারের নতুন রুটিনটি তুলে ধরা হলো।