মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্য লোকমান হোসেন ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করে মাদক মামলায় পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। পরে মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার রাতে লোকমান হোসেনকে তার বাসা থেকে আটক করে র্যাব-২। তার বিরুদ্ধে বিদেশে টাকা পাচার ও অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।