বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি করায় স্ত্রীকে ফোনেই তিন তালাক দিলেন স্বামী। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এটাহ এলাকায় একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদন থেকে জানা গেছে, ওই নারী তার অসুস্থ দাদীকে দেখতে বাবার বাড়ি গিয়েছিলেন। তার স্বামী তাকে আধা ঘণ্টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেন। কিন্তু আধা ঘণ্টার মধ্যে বাড়ি ফিরতে পারেননি স্ত্রী। এতে ওই ব্যক্তি রেগে গিয়ে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন।
এ বিষয়ে ওই নারী বলেছেন, আধা ঘণ্টার মধ্যে ফিরে আসতে আমার স্বামী আমাকে নির্দেশ দেন। আমি মাত্র ১০ মিনিট দেরি করি। এরই মধ্যে আমার ভাইয়ের মোবাইলে ফোন দেন তিনি। আমি ফোনটা ধরামাত্রই তিনবার ‘তালাক’ বলে দেন তিনি।
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচারেরও অভিযোগ করেছেন তিনি সেই অবলা নারী।
তিনি আরও বলেন, যখনই আমি বাড়িতে থাকতাম তারা আমাকে মারধর করত। এ কারণে একবার গর্ভপাতও হয়েছে আমার।