Home > শেয়ার বাজার > ডিএসই’র দর পতনের তালিকায় যে ১০ কোম্পানি

ডিএসই’র দর পতনের তালিকায় যে ১০ কোম্পানি

দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে টপটেন লুজার বা দর পতনের তালিকায় শীর্ষে রয়েছে ফ্যামিলী টেক্স (বিডি)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

এছাড়া তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, পঞ্চম সিনোবাংলা, ষষ্ঠ সোনারবাংলা, সপ্তম ইউনিয়ন ক্যাপিটাল, অষ্টম এমবিএল ফাস্ট মিউচুয়াল, নবম কুইন সাউথ টেক্সটাইল ও তালিকার সর্বশেষ অর্থাৎ দশম স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।