Home > অন্যান্য > চাকরি > সারাদেশে নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক

সারাদেশে নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘দ্য সিটি ব্যাংক লিমিটেড’। ব্যাংকটি ‘এরিয়া সেলস ইনচার্জ’ পদে সারাদেশে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: এরিয়া সেলস ইনচার্জ (এজেন্ট ব্যাংকিং)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা আবশ্যক।

বয়স: পদটির জন্য যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর, সিলেট ও টাঙ্গাইল।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ১২ নভেম্বর, ২০১৯ পর্যন্ত।