Home > জাতীয় > ধানমণ্ডিতে শিল্পপতির বাসায় জোড়া খু’নের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সেই সুরভী

ধানমণ্ডিতে শিল্পপতির বাসায় জোড়া খু’নের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সেই সুরভী

রাজধানীর ধানমণ্ডিতে জোড়া খু’নের ঘটনায় গ্রে’ফ’তার হওয়া গৃহকর্মী সুরভী আক্তার নাহিদা জি’জ্ঞা’সাবাদে অসং’লগ্ন কথা বলছে। জি’জ্ঞা’সা’বা’দের সঙ্গে যুক্ত পুলিশ কর্মকর্তারা বলছেন, তার (সুরভী) ‘মানসিক ভারসাম্য নিয়ে’ স’ন্দে’হ তৈরি হয়েছে।

তবে সে যে খু’নে সরাসরি জড়িত, এ বিষয়ে পুলিশ নিশ্চিত। তার সঙ্গে অন্য কেউ আছে কি না, এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সুরভী পুলিশকে বলেছে, বাসা থেকে বের হতে না দেয়ায় সে গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) এবং তার অপর গৃহকর্মী দিতিকে (১৮) গলা কে’টে হ’ত্যা করে।

তবে এই কারণে খু’নের ঘটনা ঘটেছে- এটা বিশ্বাসে নারাজ পুলিশ কর্মকর্তারা। তারা বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখছেন। এদিকে জোড়া খু’নের ঘটনাটি রোববার রাতেই ধানমণ্ডি থানা পুলিশ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর হয়েছে।

পুলিশের ধানমণ্ডি জোনের এডিসি আবদুল্লাহেল কাফি বলেন, ‘সুরভী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোড়া খু’নের কথা স্বীকার করেছে। মামলাটি এখন গো’য়ে’ন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবে।’

শুক্রবার রাতে ধানমণ্ডির ২৮ নম্বর (নতুন ১৫) রোডের এক ভবনের পঞ্চম তলা থেকে গার্মেন্ট প্রতিষ্ঠান টিমটেক্স গ্রুপের এমডি ও ক্রিয়েটিভ গ্রুপের ডিএমডি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) এবং তার গৃহকর্মী দিতির (১৮) র’ক্তা’ক্ত লা’শ উদ্ধার করে পুলিশ।

তাদের দুজনকেই গ’লা কে’টে হ’ত্যা করা হয়। শুরু থেকেই স’ন্দে’হ করা হচ্ছিল গৃহকর্মী সুরভীর হাতেই তারা খু’ন হন। ঘটনার দিনই ধানমণ্ডির পানের দোকানদার আতিকুল হক বাচ্চুর মাধ্যমে কাজে যোগ দিয়েছিল সুরভী। হ’ত্যাকা’ণ্ডের দুই দিন পর রোববার সন্ধ্যায় আগারগাঁও বস্তি থেকে গৃহকর্মী সুরভী আক্তার নাহিদাকে গ্রে’ফ’তার করে পুলিশ।

জি’জ্ঞা’সাবাদের সঙ্গে যুক্ত দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা জানান, সুরভী দাবি করেছে, বাচ্চুর মাধ্যমে শুক্রবার ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেয় সে। বাচ্চু বাসা থেকে বের হওয়ার পর সুরভীও চলে যেতে চায়। ওই সময় বাসার পুরনো গৃহকর্মী দিতি বা’ধা দিলে তাদের মধ্যে ঝ’গ’ড়া হয়। তখন সুরভী রান্নাঘর থেকে ছু’রি এনে দিতির গ’লা, পিঠ আর বুকে আ’ঘা’ত করে।

এরপর সুরভী বাসার অপর কক্ষে গিয়ে আফরোজাকে বলে, সে এই বাসায় কাজ করবে না। চলে যাবে। আফরোজা তখন তার কাছে জানতে চায়, অন্য ঘরে দিতি চিৎ’কা’র করল কেন। সুরভী তখন আফরোজাকে জানায়, সে চলে যেতে চাওয়ায় দিতি বা’ধা দিয়েছে। এ নিয়ে ঝ’গ’ড়া হয়েছে।

এ সময় আফরোজাও তাকে বলেন, বাচ্চু তোকে এখানে রেখে গেছে। সে বলেছে তোকে যেতে না দিতে। এখন তুই যেতে পারবি না। এতে ক্ষি’প্ত হয়ে আফরোজার গলায়, ঘাড়ে ছু’রি দিয়ে আ’ঘা’ত করে সুরভী। এই ঘটনার পর সে যখন বাসা থেকে বের হয়ে আসছিল, তখনও আফরোজা বেঁচে ছিলেন।

কর্মকর্তারা আরও জানান, বাসা থেকে বের হতে বাধা দেয়ার কারণে জোড়া খু’ন করা হয়েছে- সুরভীর এই দাবি তাদের কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হয়নি। সে মানসিক ভা’রসা’ম্যহী’নও হতে পারে। মানসিক ভার’সা’ম্যহী’ন লোকজন এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না বা এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না- বিষয়টি এখনও পুরোপুরি খোলাসা হয়নি।

আফরোজার জামাতা কাজী মনির উদ্দিন তারিমের অ’ভিযো’গ, হ’ত্যাকা’ণ্ডের সময় তার শাশুড়ির বাসা ত’ছ’ন’ছ করা হয়েছে। টাকা, তিনটি ফোন, সঞ্চয়পত্র, সোনাসহ অনেক মূল্যবান জিনিস খোয়া গেছে। মামলাতেও মালামাল খোয়া যাওয়ার বিষয়টি উল্লেখ্য হয়েছে।

তবে সুরভীর কাছ থেকে পুলিশ কিছুই উ’দ্ধা’র করতে পারেনি। সুরভী পুলিশের কাছে দাবি করেছে, ওই বাসা থেকে একটা আইফোন সে নিয়েছিল। চার হাজার টাকায় সেটি বিক্রি করে দিয়েছে। সেই টাকার অধিকাংশই সে খরচ করে ফেলেছে। সূত্র : যুগান্তর