প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের কাছে হারের ক্ষোভ যুবরাজ সিং ঝেড়েছেন ভারতীয় নির্বাচকদের ওপর। তার মতে, দল নির্বাচন ঠিকমত হয়নি বলেই ভারতের এমন বিপর্যয়।
ঘরের মাঠেও বাংলাদেশের কাছে হারতে হচ্ছে। যে কারণে নির্বাচকের কঠোর সমালোচনা করলেন তিনি। যুবরাজ বলেন, ‘এই নির্বাচকদের বাদ দিয়ে আরও ভালোমানের নির্বাচক আনা প্রয়োজন। বর্তমান নির্বাচক কমিটির আধুনিক ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা যথেষ্ট উন্নত মানের নয়।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া শিভাম দুবেকে বলা হচ্ছে নতুন যুবরাজ। এ সম্পর্কে যুবরাজ সিং বলেন, ‘আগে তাকে ক্যারিয়ারটা শুরু করতে দিন। তারপর তুলনা করবেন। তবে তার মধ্যে প্রতিভা আছে।’
প্রধান নির্বাচক নিয়ে যুবরাজ বলেন, ‘আমি সব সময় ক্রিকেটারদের পাশে দাঁড়ানোয় বিশ্বাসী। কঠিন সময়ে খেলোয়াড়দের সম্পর্কে নেতিবাচক কথা বলাটা মোটেও কাম্য নয়। তাতে সেই ব্যক্তির চরিত্রই প্রকাশ পায়। খারাপ সময়ে সবাই খারাপই বলে। তবে অবশ্যই আরও ভাল জাতীয় নির্বাচক দরকার।’
এ সময় ভারতীয়দের ব্যাটিং নিয়ে যুবরাজ বলেন, ‘ব্যাটিংয়ে কোথায় সমস্যা হচ্ছে, সেটা খুঁজে বের করতে হবে। বিক্রম রাঠৌর এখন ব্যাটিং কোচ, জানি না সেটা সে করতে পারবে কি না। সে (রাঠৌর) কখনও টি-টোয়েন্টি খেলেনি। ওকে সময় দিতে হবে। তারপরে না হয় ফলের আশা করা যাবে।’