বলিউডের জনপ্রিয় তারকা অজয় দেবগন তার ছেলে যুগকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি (র)-এর সমাধিসৌধ আজমির শরিফে গিয়েছিলেন। সেখানে তাকে দেখে আচমকাই ঘিরে ফেলেন দর্শনার্থীরা। এ সময় মানুষের উপচেপড়া ভিড়ে বিরক্তও হয়েছেন তিনি।
অজয়কে ঘেরাও করার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক দর্শনার্থী। এ ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সম্প্রতি অজয় দেবগন তার ছেলে যুগকে নিয়ে আজমির শরিফে গিয়েছিলেন। তখন তাকে আচমকাই ঘিরে ফেলেন দর্শনার্থীরা।
ভিডিওতে দেখা যায়, নীল পাঞ্জাবি ও সাদা টুপি পরা অজয় দেবগনের মাথায় আজমির শরিফের রীতি অনুযায়ী গোলাপি ফিতা বাঁধা ছিল। ছেলে যুগের হাত ধরে এগোচ্ছিলেন অজয়। হঠাৎ তার চারপাশে দর্শনার্থীরা এসে ঘিরে ফেলেন।
বলিউডের তারকা দম্পতি কাজল-অজয়কে ঘিরে ভক্তদের বাড়তি উন্মাদনা রয়েছে। তারই বহিঃপ্রকাশ আজমির শরিফের এ ঘটনা।