Home > খেলাধুলা > দ্বিতীয় ম্যাচের আগে দারুণ খবর পেল বাংলাদেশ
New Delhi: Bangladesh team players celebrate the dismissal of Indian batsman Shivam Dube (R) during the first T20 match between Bangladesh and India, at Arun Jaitley Cricket Stadium in New Delhi, Sunday, Nov. 3, 2019. (PTI Photo/Arun Sharma)(PTI11_3_2019_000262A)

দ্বিতীয় ম্যাচের আগে দারুণ খবর পেল বাংলাদেশ

ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ভারত অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে জয়লাভ করে ইতিমধ্যে চালকের আসনে টিম টাইগাররা। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ। তবে গতকাল ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আগামী ৭ তারিখের ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সম্ভবনা প্রবল। কারণ রাজকোটের দিকে ধেয়ে আসছে প্রায় ২৫০ কিলোমিটার গতিতে একটি ঘূর্ণিঝড় ‘মহা’।

তবে শেষ পর্যন্ত সুখবরই পাচ্ছে বাংলাদেশ -ভারত দু’দল। যে ঘুর্ণিঝড়ের প্রভাবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ভয় ছিল, সেই ঘুর্ণিজড় ‘মহা’ এখন অনেকটাই দুর্বল। এর ফলে ম্যাচ গড়ানো নিয়ে এখন খুব বেশি শঙ্কা নেই আয়োজকদের। আয়োজকরা জানিয়েছেন, অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে এই মাঠে বৃষ্টির কারণে খেলার পণ্ড হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া ঘৃর্ণিঝড় সরে যাওয়া ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কমে গেছে।