দিল্লিতে ভারত-বাংলাদেশ প্রথম ম্যাচেই সিরিজটা বেশ দারুণভাবেই শুরু করলো বাংলাদেশ দল। এই ম্যাচেই তারা ভারতকে হারিয়েছে ৭ উইকেটেই। আর দলের এমন হার কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা।
১০০০ তম টি-২০ ম্যাচে ভারতকে ভারতের মাটিতে হারালো বাংলাদেশ দল। আর এই ম্যাচেই ব্যাট হাতে একাই তা’ণ্ডব দেখান ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই ম্যাচটি বাংলাদেশ দল ভারতকে হারায় ৭ উইকেটেই।
আর এমন জয়ে এবার বসে নেই ভারতীয় মিডিয়াও। তারা ক্রেডিট দেওয়া শুরু করেছে বাংলাদেশ দলকেও। ক্রিকট্র্যাকার এই ব্যাপারে লিখেছে ,’ মুশফিকের এমন ব্যাটিংয়ের উপর ভর করেই জিতেছে বাংলাদেশ দল।’
আনন্দবাজার এই ব্যাপারে লিখেছে ,’ নায়ক মুশফিকুর, টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশ।