নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বেশকিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়েছে।
নেটিজেনরা তাদের দুজনকে নিয়ে ট্রল করলেও শোবিজ অঙ্গনের অনেকেই বিষয়টি অন্যায় হিসেবে দেখছেন। কারণ কারো ব্যক্তিগত ছবি এভাবে ছড়ানো অপরাধ।
বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি ‘মিস আয়ারল্যান্ড’ মাকসুদা আক্তার প্রিয়তিও।
ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভালোবেসে প্রেমিককে চুমু খেয়েছি, প্রেমিকের বুকে মাথা রেখে প্রাণ জুড়িয়েছি, তাতে কার বাপের কী, মায়ের কী বা চৌদ্দগুষ্টির কী? কেউ পাবলিক ফিগার বা জনপ্রিয় হলে তার ব্যক্তিগত মুহূর্তগুলো বা ভালোবাসার অধিকার কি উধাও হয়ে যেতে হবে? উনাকে আপনাদের কাস্টোমাইজড অনুযায়ী ফাংশনাল অমানব/রোবট হয়ে যেতে হবে? যেন আপনারা সবাই ধোয়া তুলশী পাতা! আদরে, ভালোবাসায় আবিষ্ট থাকতে সবাই চায়, সবাই ভালোবাসে। বোঝা গেল? বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে…।