একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল,ঢাকা সিটি করপোরেশন ও বিভিন্ন ব্যক্তিবর্গ।
সোমবার গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক শোক বার্তায় এবং গণমাধ্যমের কাছে তারা এই শোক প্রকাশ করে।
আজ আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে বাংলাদেশ সময় দুপর ১ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন সাদেক হোসেন খোকা (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা যদি সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে চায় তাহলে আমাদের কোন সমস্যা নেই। এক্ষেত্রে যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় তা আমরা করবো।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কালাম বলেন, সাদেক হোসেন খোকার সাথে আমাদের দেখা খেলার মাঠে। তিনি খুব খেলাপ্রিয় মানুষ ছিলেন। তাই তার সাথে খেলার মাঠেই বেশি দেখা হতো।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি তার বিদেহি আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সাদেক হোসেন খোকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, তার মৃত্যুতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকার জন্য সাদেক হোসেন খোকা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের কাছে সব সময়ই স্মরণীয় ও বরণীয়।
এছাড়া জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (কাজী জাফর), গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্যে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রমুখ।