ঐতিহাসিক এই জয়ের আগে টি-টোয়েন্টিতে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু আগের সব এখন অতীত। আর এর কিছুটা হয়তো আগেই আঁচ করতে পেরিছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। আর তাই বেশ বিশ্বাসের সঙ্গেই বলেছিলেন ভারতের মাটিতে বাংলাদেশই তাদের হারাতে পারবে। আর হলোও তাই।
নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য ভারত। সর্বশেষ দক্ষিণ আফ্রিকাকে পাত্তায় দেয়নি তারা। পুরো সফরে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ঘটলো পুরো উল্টো কিছু।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০০০তম এ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে টাইগাররা।
গতিকদের করা ১৪৮ রানের জবাবে বারবার ম্যাচের ভাগ্য দুলেছিলো পেন্ডুলামের মতো। দুর্দান্ত ফিনিশিংয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছে একদম শেষ ওভারে গিয়ে। অভিষিক্ত নাইম শেখ ২৬ ও আরেক বাঁহাতি সৌম্য সরকারের ৩৯ রানের ওপর দাঁড় করানো ভিতে, দালানের শেষ ইটটা বসান মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।