Home > খেলাধুলা > ওর মতো ক্রিকেটার দলে ফিরেছে, আমি খুব খুশি: মাহমুদউল্লাহ

ওর মতো ক্রিকেটার দলে ফিরেছে, আমি খুব খুশি: মাহমুদউল্লাহ

নির্বাসনের কারণে ভারত সফরে নেই দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এদিকে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তামিম ইকবাল। ভারতের মতো সিরিজে গুরুত্বপূর্ণ সদস্যদের অভাব ভগাবে বাংলাদেশকে।

সাকিব-তামিম না থাকায় দায়িত্বটা বাড়ল মাহমুদউল্লাহ ও মুশফিকের উপর। এই দুইজনের পাশাপাশি এবার দায়িত্ব নিতে হবে লিটন, আফিফ, বিপ্লব সৌম্যদের তাইতো তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রাখছেন অধিনায়ক রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, এতটুকু বিশ্বাস আছে আমার। আমি বিশ্বাস করি তারা ভালো পারফর্ম করবে। এখন ব্যাক্তিগতভাবে তাঁরা কিভাবে চিন্তা করছে, ওদের মানসিকতা কীরকম, ওইটা ওদের উপর নির্ভর করছে।

এছাড়া দলে দাক পেয়েছেন পেসার আল-আমিন ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এদের অভিজ্ঞতা কাজে লাগানর কথা বলেন অধিনায়ক মাহমুদুউল্লাহ। চাপের ব্যাপারে রিয়াদ বলেন, চাপের কিছু নাই।

অধিনায়ক বলেন, আমি খুশি যে আল-আমিন দলে ফিরেছে। অনেকদিন বাংলাদেশ দলে খেলেছে। ওর মতো ক্রিকেটার দলে ফিরেছে আমি খুব খুশি। সানিও অভিজ্ঞ ক্রিকেটার। সবকিছু মিলিয়ে আমি আশাবাদী। বাকিটা মাঠে পারফর্ম করে দেখাতে হবে।