Home > খেলাধুলা > ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

আগামী ৩রা নভেম্বরে প্রথম টি-২০ ম্যাচে ভারতের বিপক্ষে মাহমুদউল্লার নেতৃত্বে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশ দলে থাকবেন সাকিব, তামিম, ফর্মে থাকা সাইফুদ্দিনরা।

সাকিব আল হাসান একাদশে না থাকায় একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে একাদশে। সেক্ষেত্রে আমিনুল ইসলাম বিপ্লব এর সাথে দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। এছাড়া দেখা যেতে পারে ২ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলামকে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম