ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
আর এই ম্যাচে বাংলাদেশ এক উইকেট কম নিয়ে খেলছে বলেই মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
যার ফলে ভারত সফরের দলে নেই তিনি। আর সাকিব না থাকায় বাংলাদেশ এক উইকেট কম নিয়ে খেলছে বলেই মনে করছেন গম্ভীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেভাবেই দেখুন, বাংলাদেশ এক উইকেট কম নিয়ে খেলছে। কারণ সাকিব তাদের দলের জন্য খুবই বড় একজন ক্রিকেটার।’
তিনি আরো বলেন, ‘আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আমার সতীর্থ ছিলেন। আমি জানি, সাকিব তার দিনে কী করতে পারে। সাকিবের নিষেধাজ্ঞার খবর আসার আগে আমি ভেবেছিলাম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চেয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা বেশি প্রতিদ্বন্দ্বীতার হবে। সাকিবের ঘটনা সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছে।’