Home > বিনোদন > মানুষকে আমি প্রাপ্যর চেয়ে বেশি দেইঃ পরীমনি

মানুষকে আমি প্রাপ্যর চেয়ে বেশি দেইঃ পরীমনি

ঢাকায় সিনেমার আলোচিত এক নাম পরীমনি। নানা কারণে খবরের শিরোনামে থাকেন তিনি। ফের আলোচনায় এসেছেন এই নায়িকা।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার দেন এই বিউটি কুইন। যেখানে দেখা যাচ্ছে বামহাতে সিগারেট নিয়ে সেই নিকোটিনের ধোঁয়ায় কোথায় যেনো হারিয়ে গেছেন তিনি! ছবির ক্যাপশনে পরী লিখেন, ‘সাধারণত মানুষকে আমি প্রাপ্যর চেয়ে বেশি দেই’!

প্রসঙ্গত, ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর গত বছর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান এই চিত্রনায়িকা। এছাড়া চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে পরী-সিয়াম অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা।