বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিষয়টি মানতে পারছেন না অনেক রথী-মহারথীসহ ভক্তরা। ইতোমধ্যে রাহুল দ্রাড়ির বা সাকলাইন মুশতাক সাকিবের পাশে দাড়িয়েছে। এবার সাকিবের পাশে দাঁড়ালেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ডিন জোন্স।
সাকিব প্রসঙ্গে জোন্স বলেন, সাকিব টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রস্তুত থাকবে। আপাতত মাহমুদউল্লাহ দায়িত্ব পেয়ে কি করতে পারে সেটাই দেখার বিষয়। কম্বিনেশন ঠিক করতে ভালো পরিকল্পনা করতে হবে।