Home > খেলাধুলা > লা লিগায় ধারাভাষ্য দিচ্ছেন জামাল ভূঁইয়া

লা লিগায় ধারাভাষ্য দিচ্ছেন জামাল ভূঁইয়া

বাংলাদেশ ফুটবলের ‘পোস্টার বয়’ জামাল ভূঁইয়া লা লিগার বার্সেলোনা বনাম লেভান্তের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন।

এর আগেও লা লিগার ম্যাচে ধারাভাষ্য দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। তবে তখন তিনি লা লিগার স্টুডিও থেকে নয়, ধারাভাষ্য দিয়েছেন বিইন নামে দুবাইভিত্তিক একটি স্পোর্টস চ্যানেলে। এবার দিচ্ছেন লা লিগার স্টুডিও থেকে।

শনিবার (২ নভেম্বর) রাতে বার্সা-লেভান্তে ম্যাচে স্টুডিওতে হাজির আছেন তিনি। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়।

জানা যায়, জামালের সব খরচ বহন করছে লা লিগা। বিমান টিকিট থেকে শুরু করে পাচ্ছেন হোটেল সুবিধা। পাশাপাশি পারিশ্রমিকও পাচ্ছেন তিনি।

এদিকে, বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে ওমানের বিপক্ষে ম্যাচ খেলতে রোববার মাসকটের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। ৪ নভেম্বর বার্সেলোনা থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি জামাল ভুঁইয়া।