গত দুদিনে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে অন্তত ২০ টাকা কমেছে বলে দাবি করলেও রাজধানীসহ সারাদেশের খুচরা বাজারে তার তেমন প্রভাব দেখা যায়নি। বরং প্রতিদিনই বেড়েই চলছে পেঁয়াজের দাম।
পিরোজপুরে একহালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০টাকায়। দিন যত যাচ্ছে পিরোজপুরে পেঁয়াজের ঝাঁঝ ততই বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এ ভোগ্যপণ্যটি। বর্তমানে পিরোজপুরের দোকানগুলোতে ১২০-১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এতে ক্ষোভ বিরাজ করছে সাধারণ ক্রেতাদের মাঝে। দাম বৃদ্ধি পাওয়ায় কেউ কেউ ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত পেঁয়াজ ক্রয় করছেন। আবার কেউ কেউ মাত্র এক হালি পেঁয়াজ কিনছেন।
এ ব্যাপারে শ্যামবাজারের আড়তদার ইদ্রিস আলী মধু বলেন, গত দুই দিনে পেঁয়াজের পাইকারি দাম কেজিতে অন্তত ২০ টাকা কমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে তার সত্যতা পাওয়া যায়নি। তারা বলছেন, তারা পাইকারদের কাছ থেকে ১৩০ টাকা কেজিতে কিনছেন। তারা খুচরায় ১৪০ টাকায় বিক্রি করছেন।