আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেই জোড়া ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের একাংশে।
চলতি সপ্তাহেই ঘূর্ণিঝড় কিয়ার সম্পর্কে সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার তারা জানায়, আরব সাগরের উপর নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যার নাম মহা।
কিয়ারকে অনুসরণ করেই এগোচ্ছে সে। প্রবল শক্তি বাগিয়ে দক্ষিণ ভারতের উপকূল বরাবর অঞ্চলে একই সঙ্গে কিয়ার-মহা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ১৯৬৫ সালের পর এই প্রথম বার আরব সাগরে একই সঙ্গে দু’টি ঘূর্ণিঝড় তৈরি হল বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুই ঘূর্ণিঝড় প্রভাবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে। রোববার নাগাদ উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে।