Home > খেলাধুলা > ভক্তদের উদ্দেশ্যে সাকিবের লেখা আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

ভক্তদের উদ্দেশ্যে সাকিবের লেখা আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুকে না জানানোয় আইসিসি সাকিব আল হাসানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে।

আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার পর থেকেই দেশ ও দেশের বাইরে ভক্তরা মানবন্ধন ও আন্দোলন করছেন। অনেকেই সাকিবের শাস্তির পেছনে বিসিবির সম্পৃক্ততাও দেখছেন। এর পরেই ভক্তদের উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

ফেসবুকে লেখা সাকিবের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

‘আমি আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে এই কথাটি দিয়ে শুরু করতে চাই, আমার এবং আমার পরিবারের সবচেয়ে কঠিন সময়ে আপনাদের নিঃশর্ত সমর্থনে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান অনুভব করছি। এইকয়দিন আমি অনুভব করতে পেরেছি একটি দেশকে প্রতিনিধিত্ব করা কতটা মহান কাজ।

আমি আমার সকল সমর্থকদেরকে শান্ত ও ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি যারা আমার উপর আরোপিত নিষেধাজ্ঞার জন্য ব্যথিত হয়েছেন।

আমি এটিকে খুব স্পষ্ট করে বলতে চাই যে আইসিসি দুর্নীতি দমন ইউনিটের পুরো তদন্তটি গোপনীয় ছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমোদনের ঘোষণার কয়েকদিন আগে আমার কাছ থেকে এটি সম্পর্কে জানতে পেরেছিল। সেদিক থেকে বিসিবি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং এজন্য আমি কৃতজ্ঞ।

আমি বুঝতে পেরেছি অনেকেই সাহায্যের জন্য প্রস্তাব দিচ্ছেন এবং আমি সত্যিই এটির প্রশংসা করি। তবে এটার একটি প্রক্রিয়া আছে এবং আমি আমার শাস্তি মেনে নিয়েছি কেননা আমি মনে করেছি এটাই সঠিক সিদ্ধান্ত।

আমার পুরো দৃষ্টি এখন ক্রিকেট মাঠে ফেরার দিকে এবং ২০২০ সালে বাংলাদেশের হয়ে খেলার জন্য। আমার ফেরা পর্যন্ত আমার জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’