Home > আন্তর্জাতিক > মায়ের বিয়ে দিতে পাত্র খুঁজছেন মেয়ে! টুইটারে বিজ্ঞাপন

মায়ের বিয়ে দিতে পাত্র খুঁজছেন মেয়ে! টুইটারে বিজ্ঞাপন

বহুকাল ধরে প্রচলিত আছে, কন্যা সন্তানের জন্য পাত্র খুঁজেন বাবা-মা। ভালো পাত্র দেখে নিজের মেয়েকে তুলে দিতে পারলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। তবে এবার ভারতে ঘটলো সম্পূর্ণ ভিন্ন ঘটনা। মায়ের বিয়ে দিতে পাত্র খুঁজছেন মেয়ে।

জানা গেছে ওই তরুণীর নাম আস্থা ভারমা। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্রী তিনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টুইটারে মায়ের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে সেখানে পাত্রের সন্ধান চেয়েছেন তিনি।

টুইটারে তিনি লিখেছেন, আমার প্রিয় মায়ের জন্য ৫০ বছর বয়সী হ্যান্ডসাম পুরুষ খুঁজছি! পাত্রকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে, কখনোই মদ্যপান করা যাবে না এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে।

পোস্টটি দেখে মেয়েটির সাহসের প্রশংসাও করেছেন অনেকে। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। তার কাছ থেকে জানতে চেয়েছেন, মায়ের পাত্র খুঁজতে কোনো ঘটক বা বিবাহ-এজেন্সির কাছে যাননি কেন?

উত্তরে আস্থা বলেছেন, হ্যা সেখানে গিয়েছিলাম। কিন্তু আশানুরূপ ফল মেলেনি। তাই, বাধ্য হয়েই টুইটারের শরণাপন্ন হয়েছি।