বৃষ : ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। বাড়িতে বড় ভাই বোনের আগমনের যোগ প্রবল। কিছু ধার দেয়া টাকা আদায় হবে। বন্ধুরা মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ।
মিথুন : ক্ষমতা ও নেতৃত্ব লাভের স্বপ্ন পূরণ হতে পারে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে প্রশংসার দাবিদার হয়ে উঠবেন। পদস্থ প্রভাবশালী কর্মকর্তার সু-নজর লাভের যোগ। চাকরিজীবীরা অফিশিয়াল অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
কর্কট : কোনো আধ্যাত্মিক সাধকের সঙ্গে দেখা করতে পারেন। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে। প্রবাসীরা আজ কোনো ভালো সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বৈদেশিক বৃত্তি লাভের যোগ প্রবল।
সিংহ : রাস্তাঘাটে সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। সাংগঠনিক ও রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। বাড়িতে পাওনাদারের আগমনের আশঙ্কা। কিছু টাকা ঋণ করতে হতে পারে। শেয়ার বিনিয়োগে লাভের আশা করতে পারেন। বহুদিনের লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা।
তুলা : শরীরের প্রতি যত্ন নিতে হবে। সিজেনাল অসুখে ভোগার আশঙ্কা প্রবল। দাম্পত্য জীবনে কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার আশঙ্কা। কাজের লোকের ওপর অতিরিক্ত নির্ভর না করাই ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীরা কর্মচারীর সাহায্য পেতে পারেন।
বৃশ্চিক : শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ বাড়তে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় ব্যস্ততা বাড়তে পারে। রোমান্টিক বিষয়ে একটু সতর্ক থাকুন। ভালো ভাবে যাচাই করে তারপর প্রেমের পথে অগ্রসর হোন। অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ধনু : পারিবারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। গৃহ ভূমি আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। মায়ের শরীর স্বাস্থ্যর উন্নতি আশা করা যায়। রাস্তাঘাটে যানবাহন নিয়ে কিছুটা বেকায়দায় পড়তে পারেন। আত্মীয়দের সাহায্য লাভের আশা রয়েছে। প্রত্যাশিত কাজে সাফল্য আসবে।
মকর : মিডিয়াকর্মী ও সাংবাদিকদের সময় ভালো যাবে। বিক্রয় প্রতিনিধিদের আজ কাজের চাপ অব্যাহত থাকতে পারে। বাড়িতে ছোট ভাই বোনের আগমনের যোগ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ক্রয় করতে পারেন।
কুম্ভ : খুচরা ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনো শ্যালক শ্যালিকার সঙ্গে অকারণে মনমালিন্য হবার আশঙ্কা। সাংগঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ডেকরেটর ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা ভালো বেচাকেনা করতে পারেন।
মীন : ব্যবসায়ীক ভাবে লাভবান হবেন। আজ আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। জীবন সাথীর সঙ্গে নিকটাত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায় কিছু অর্থ আসতে পারে। সাংগঠনিক ভাবে নতুন দায়িত্ব লাভের যোগ।