Home > বিনোদন > স্বস্তিকা নাকি যৌনকর্মী, কড়া জবাব দিলেন নায়িকা

স্বস্তিকা নাকি যৌনকর্মী, কড়া জবাব দিলেন নায়িকা

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। শুটিং কিংবা পার্টি, নিজের নানা মুহূর্তের ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ফলোয়ারের সংখ্যাও দিন দিন বাড়ছে। বলছি বরাবরই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা। কোনো বিষয়েই লুকোছাপা করার অভ্যাস নেই-ই তার। কাউকে পরোয়াও করেন না।

এবার সামাজিক মাধ্যমে বাজে মন্তব্যের শিকার হয়েছেন নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। এই ছবির নিচে এসে রাম বণিক নামে এক ব্যক্তি মন্তব্য করেন ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’

না, এই মন্তব্য চোখ এড়িয়ে যায়নি নায়িকার। কড়া জবাও দিয়েছেন তিনি। রাম বণিক নামে ওই ব্যক্তির উদ্দেশ্যে স্বস্তিকা বলেন, ‘ধন্যবাদ রামবাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে।’

স্বাস্তিকাকে নিয়ে এমন বাজে মন্তব্য করায় ওই ব্যক্তির ওপর রেগেছে নায়িকার ভক্তরাও। তবে স্বস্তিকা জবাব দেওয়ার পরও ওই ব্যক্তি থেমে থাকেননি। পরে আরও বাজে মন্তব্য করতে থাকে সে। পরে আর কোনো উত্তর দেননি এই অভিনেত্রী। এর আগেও বেশ কয়েকবার সামাজিক মাধ্যমে বাজে মন্তব্যের শিকার হয়েছেন তিনি। চুপ না থেকে জোর গলায়ে এসবের প্রতিবাদ করেন স্বস্তিকা।