Home > বিউটি টিপস > একরাতেই_ব্রন_উধাও

একরাতেই_ব্রন_উধাও

ব্রন সমস্যায় ভুগেননি এমন মানুষ নেহাৎই কম আছে।

প্রতিদিনই ব্রন নিয়ে ঝামেলার শেষ নেই।
যেখানে ঝামেলা… সেখানেই সমাধান।
ব্রন সমস্যায় ছোট্ট একটা রসুনই আপনার প্রবলেম সলভ্ করবে।
.

#যা_করতে_হবে: হালকা গরম পানিতে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখের উপর কিছুক্ষন রাখুন।
এতে লোমকূপ সহজে খুলে যাবে।
তারপর একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে আধাআধি করে কেটে নিয়ে ব্রনের উপর আস্তে আস্তে ঘষতে থাকুন।
প্রথমে একটু জ্বালা করতে পারে… কিন্তু ভয় নেই।
তবে খুব বেশি জ্বালা করলে ব্যাবহার না করাই ভালো।
আর পরদিন সকালে দেখুন ফলাফল!