Home > খেলাধুলা > সাকিবের শাস্তি কমানোর উপায় খুঁজছে বিসিবি

সাকিবের শাস্তি কমানোর উপায় খুঁজছে বিসিবি

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবের নিষেধাজ্ঞা কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই সাজা কমানোর তেমন কোনো সম্ভাবনা নেই। আপিলেরও কোনো সুযোগ নেই।

কিন্তু সাকিবের মতো একজন বিরল ক্রিকেটারকে তো এভাবে ফেলে দেওয়া যায় না। তাই কোনো আইনী প্রক্রিয়ায় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ কোনোভাবে খানিকটা হলেও কমানো যায় কিনা, সেটি খতিয়ে দেখছে বিসিবি। ইতিমধ্যে বোর্ডের আইনী দল বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘যেহেতু সংশ্লিষ্ট ক্রিকেটার শাস্তি মেনে নিয়ে চুক্তির মধ্যে চলে গেছেন, তাই সত্যিকার অর্থে বিসিবির কিছু করার সুযোগ কম। তারপরও অবশ্যই আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছি যে, কতটা কাজ করার সুযোগ আছে এখানে। আমরা ইতিমধ্যেই আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। তারা দেখছে। এখানে আদৌ কোনো সুযোগ আছে কিনা, এটি আমরা কথা বলে দেখব। এ বিষয়ে কোনো সুযোগ থাকলে ওয়ার্কআউট করব। প্রয়োজনে লিগ্যাল অ্যাডভাইজরি নিয়োগ দেবো।’

তিনি বলেন, সাকিবের শাস্তি নিশ্চিত কমবে এটা বলা যাচ্ছে না। এ বিষয়ে প্রথমে সবার সঙ্গে যৌক্তিক আলোচনা করব আমরা। এর পর কোনো পথ খোলা থাকলে সেটি অনুসরণ করব। এ মুহূর্তে এর চেয়ে বেশি মন্তব্য করা ঠিক হবে না।

ম্যাচ ফিক্সিং নিয়ে জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সাকিবকে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি। যদিও প্রথমে নিষেধাজ্ঞাটা ছিল দুই বছর। তবে তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছর শিথিল হয়। এ সময়ে ফের অপরাধ করলে আগের শাস্তি বহাল থাকবে তার।