ফিক্সারের খবর আইসিসিকে না জানানোর জন্য দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় সাকিবকে। এর মাঝেই সবাই খুজছেন সেই ফিক্সার আগারওয়েলকে।
এর মাঝেই সাকিবকে হুমকি দিয়ে বসলেন সেই ফিক্সার। আগারওয়েল তার টুইটে লিখেন ,’ বুকি শব্দটা লিখার আগে নিজের অবস্থান জানা উচিত। কোন শাস্তিই জীবনের চেয়ে বড় না।’
একই রকমভাবে সাকিবকে অনেকটা প্রচ্ছন করেই হুমকি দিলেন তিনি। এই বুকির টুইটার অ্যাকাউন্ট হচ্ছে Deepak Aggarwal।