Home > খেলাধুলা > জুয়াড়ির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন তামিমও

জুয়াড়ির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন তামিমও

২৯ অক্টোবর ২০১৯, ক্রিকেট অধ্যায়ে কাল দিন হয়ে থাকবে। দিনভর নাটকীয়তার পর জানা যায়, ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান। সাকিব যে ভুল করে ফেঁসেছেন, সেই একই প্রস্তাব পেয়েছিলেন তামিম ইকবালও।

তবে তামিম তাৎক্ষণিক তা জানান বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাকে। পরে আইসিসির দুর্নীতি দমন বিভাগকে সেই প্রমাণ দেখান বাংলাদেশের ওপেনার।

২০১৭ সালের নভেম্বরে তামিমকে ওই প্র্রস্তাব দিয়েছিলেন আগারওয়াল, একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সাকিবের মতো তামিমকেও হোয়াটসঅ্যাপে বার্তাটি দিয়েছিলেন আগারওয়াল। তামিম সেটি তখনই জানান বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তা মেজর (অব) মোর্শেদকে।

পরে সাকিবের ঘটনা তদন্তে থাকা দল তলব করেছিল তামিমকেও। ঢাকার একটি হোটেলে ডাকা হয় তাকে। আগারওয়ালের সঙ্গে যোগাযোগের কথা জানতে চাওয়া মাত্রই তামিম জানিয়ে দেন যে এরকম প্রস্তাব পেয়েছিলেন এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাকে জানিয়েছেন তখনই।

বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তা মেজর (অব) মোর্শেদ পরে আইসিসির কর্মকর্তাদের নিশ্চিত করেন যে তামিম সেটি জানিয়েছিলেন এবং বিসিবিও তখন আইসিসিকে জানিয়েছিল। সব প্রমাণ দেখে তামিমকে ‘ক্লিয়ারড’ বলে ছেড়ে দেন আইসিসির দুর্নীতি দমন কর্তারা।