২ বছরের নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসানকে ছাড়াই ভারত সফরে যেতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। একা এক সাকিবের অনুপস্থিতর কারণে দুই ফরম্যাটে দুইজন অধিনায়কের নাম ঘোষণা করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং টেস্টে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মুমিনুল হক। এই ফরম্যাটে দীর্ঘদিন খেলতে পারবেন বলেই মুমিনুলকে অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি আকরাম খান।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরদিনই সিরিজ খেলার জন্য দলবল নিয়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দিতে হলো টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
যাওয়ার আগে বিমান বন্দরে সাকিব আল হাসানকে নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, সাকিব আল হাসান তাদের কাছে কতটা প্রিয় এবং গুরুত্বপূর্ণ ছিলেন। রিয়াদ বলেন, ‘আমরা সবাই জানি, সাকিব আল হাসান কত বড় মাপের একজন ক্রিকেটার। এবং এটাও জানি, তিনি দলের জন্য এবং আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন।’
রিয়াদের আত্মতুষ্টি এখানে যে, সাকিব কোনো অপরাধ করেননি। রিয়াদ বলেন, ‘সাকিব একটা ভুল করেছে। কিন্তু সে তো কোনো অপরাধ করেনি! সুতরাং, আমাদের সর্বোচ্চ সকল সমর্থণ থাকবে তার সাথে। আমরা সবাই সাকিবকে ভালোবাসি এবং ভবিষ্যতেও এই ভালবাসা অব্যাহত থাকবে।’
ভারত সফরে অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পূরণ করার প্রতিশ্রুতি দেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, নিজের দায়িত্বটা পূর্ণ রূপে পালন করার। বাংলাদেশের জার্সি পরে যখন মাঠে নামবো, তখন নিজেকে পরিপূর্ণরূপে ঢেলে দেয়ার চেষ্টা করবো।’
ভারতকে শক্তিশালী হিসেবে অভিহিত করে মাহমুদউল্লাহ বলেন, ‘অবশ্যই তারা অনেক বেশি শক্তিশালি একটি দল। তবে, আমরা যদি দল হিসেবে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারি এবং ছোট ছোট সুযোগগুলোও যদি কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচ জয়ের।’