দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ভুল স্বীকার করায় সাজা কমেছে এক বছর। আইসিসি থেকে সাকিব নিষেধাজ্ঞার পরপরই বিসিবিতে ভিড় জমে ভক্তদের। সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বোর্ড এবং সতীর্থরা দুঃখ প্রকাশ করছেন।
সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে আবেগ প্রকাশ করেছেন তার দীর্ঘ দিনের সতীর্থ মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ফেসবুক পোস্টে মাশরাফি লিখেন, দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার।
তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!