Home > জাতীয় > রাসিক মেয়র লিটনের পদত্যাগ

রাসিক মেয়র লিটনের পদত্যাগ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়দের পদ থেকে পদত্যাগ করেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

রবিবার (২২ মে) বিকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। বিকালে সেটি গ্রহণ করে প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপ-সচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করায় বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রবিবার বিকালে পদত্যাগ করেছেন। সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

আরেক অফিস আদেশে নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি কর্পোরেশনের সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে।