Home > বিনোদন > ১০০ পিস ইয়াবাসহ শিল্পী সুবর্ণা রুপা আটক

১০০ পিস ইয়াবাসহ শিল্পী সুবর্ণা রুপা আটক

বিটিভির সিডিউলভুক্ত শিল্পী সুবর্ণা রুপাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়া এলাকায় তাকে তার বাসা থেকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম জানান, সুবর্ণা রুপার বাসায় ইয়াবা রয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বাসায় ১০০ পিস ইয়াবা পাওয়ায় সুবর্ণা রুপাকে আটক করা হয়। অভিযান এখনো চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।