বিয়ে-শাদি ঠিক করে দেওয়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ত গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার বিয়ে-শাদি ঠিক করে দেওয়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করে এনবিআর। এছাড়া তাকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রেখেছে বলেও জানা যায়।
আগামী সাত কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে এনবিআর।
তবে বিষয়টিকে যড়যন্ত্র হিসেবে দেখছেন বর ও কনের বিয়েশাদি ঠিক করে দেওয়া ব্যবসায়ী গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাই।
গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাই বলেন, ‘আমার মনে হয় কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার অ্যাকাউন্ট থেকে কোনো অস্বাভাবিক লেনদেন নেই। আমার পরিবারের কারো এমন অ্যাকাউন্ট নেই। ব্যাংক তলব করে দেখুক, তারা কী পায়।’
তিনি বলেন, ‘দুটি বেসরকারি ব্যাংকে আমার দুটি অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্ট নম্বর আমার ওয়েবসাইটেও দেয়া রয়েছে। এছাড়া কোনো ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই। আমার ব্যাংক অ্যাকাউন্ট কেন তলব করা হলো আমি বুঝতে পারছি না।’
ঘটক পাখি ভাই বলেন, ‘আমি ৪৫ বছর ধরে মানুষের সেবা করছি। ইস্টার্ন প্লাজায় আমি আছি ৩৪ থেকে ৩৫ বছর ধরে। বর্তমানে আমার ব্যবসা মন্দা। আগে অনেক বিয়ে দিতাম, পাত্র-পাত্রী আসতো। এখন আর তেমন আসে না। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ঘটক নির্ভরতা কমেছে। তাই এখন মাসে চার থেকে পাঁচটা বিয়েও দিতে পারছি না।
কোনো মাসে একটাও হয় না। বিয়ে হলে সার্ভিস চার্জ হিসেবে আমাকে ২০ থেকে ২৫ হাজার টাকা দেয়া হয়। আমার অ্যাকাউন্টে বর্তমানে দুই হাজার টাকা আছে মনে হয়। আমি স্টাফদের বেতন দিতে পারছি না, অফিস ভাড়া দিতে পারছি না। আমার অ্যাকাউন্ট তলব করে লাভ কি?’