Home > আন্তর্জাতিক > রাখাইনে হেলিকপ্টার হামলা, বহু হতাহতের শঙ্কা

রাখাইনে হেলিকপ্টার হামলা, বহু হতাহতের শঙ্কা

মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে কয়েক ডজন সেনা, পুলিশ ও বেসামরিক কর্মকর্তার। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এ তথ্য জানিয়েছে।

আরাকান আর্মি বলছে, একটি নৌযান থেকে কয়েক ডজন সরকারি সেনা-পুলিশ ও কর্মকার্তাকে অপহরণ করেছিল তারা। কিন্তু সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে চালানো হামলায় অপহরণকৃতদের অধিকাংশই মারা গেছে।

তবে আরাকান আর্মির এই দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত শনিবার টহলরত নৌযানে হামলা চালিয়ে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৫৮ সদস্যকে অপহরণ করে দেশটির জাতিগত এই রাখাইন বৌদ্ধ বিদ্রোহীরা।

রোববার রাতে মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, অপহৃতদের উদ্ধার তৎপরতার অংশ হিসেবে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় স্থলভাগ থেকে ছোড়া গুলিতে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত এবং ক্রু সদস্যরা আহত হয়েছেন। তবে অভিযান চালিয়ে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার সেনাবাহিনী।