Home > খেলাধুলা > যে ৪ টাইগার নিয়ে দুশ্চিন্তায় ভারত

যে ৪ টাইগার নিয়ে দুশ্চিন্তায় ভারত

আগামী ৩ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ভারত সফরের মাঠের লড়াই। সেই সিরিজের আগে টাইগার দল নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ভারতীয়রা। সাকিব-মোস্তাফিজদের কোন কোন তারকা রোহিতদের সামনে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন তা নিয়েই চলছে আলোচনা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গ্রুপের একটি দৈনিক বাংলাদেশের যে খেলোয়াড়রা ভারতের সামনে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন, তাদের নিয়ে একটি প্রতিবেদন করেছে। শিরোনাম করা হয়েছে ‘পদ্মা পাড়ের কাঁটা’।

তাদের প্রতিবেদনে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম রয়েছে। একনম্বরে অবশ্যই টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আছেন মোস্তাফিজ, মুশফিক এবং মাহমুদউল্লাহ।

এদিকে ভারতের জন্য আসলেই কাঁটা হয়ে উঠতে পারেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্যাপ্টেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে ভারতের উইকেট সম্পর্কে ধারণা রয়েছে তার।

তাছাড়া মোস্তাফিজুর রহমানকে নিয়ে বলা হয়েছে, বাঁহাতি পেসার আইপিএলে হায়দরাবাদ ও মুম্বাইয়ের হয়ে খেলেছেন। ডেথ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন।

আর মুশফিকুর রহিমকে নিয়ে তাদের মন্তব্য, বাংলাদেশের উইকেটকিপারের অভিজ্ঞতা বিশাল। ৮১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। বড় শট নেয়ার ক্ষমতা রয়েছে।

এরপর শেষে তুলে ধরা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে, অভিজ্ঞ অলরাউন্ডার। ব্যাট হাতে মিডলঅর্ডারে টিমের বড় ভরসা। প্রয়োজনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

এদিকে ইনজুরির কারণে ভারত সফরের দলে নেই বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যক্তিগত কারণে সফরে যাচ্ছেন না তামিম ইকবাল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টাইগার ওপেনার। বাংলাদেশের এ দুই তারকা দলে থাকলে ভারতের চিন্তা আরও কিছুটা বাড়ত।