সিরাজগঞ্জের চৌহালীতে শামসুল আলম নামে এক নৌপুলিশ সদস্যকে নারী কেলেঙ্কারির অভিযোগে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। মদ্যপ অবস্থায় শুক্রবার রাতে এক নারীর ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় (সঙ্গমের সময়) ধরা পড়ার পর তাকে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে শনিবার সকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে দুপুরেই চৌহালী থেকে ঢাকার মিরপুরে নৌপুলিশের প্রধান কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয় বলে জানা গেছে।
চৌহালী নৌপুলিশের ওসি বাবর আলী বলেন, এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। শুক্রবার রাতের অনৈতিক ঘটনায় তাকে সাময়িক বরাখাস্ত করা হয়। এরপর তাকে প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।
জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম গণি মোল্লা বলেন, ৮ মাস ধরে চৌহালীতে যোগদানের পর থেকে সামমুল আলমের বিরুদ্ধে মাদক সেবন ও নারী কেলেঙ্কারীসহ নানা ধরনের অনৈতিক অভিযোগ ওঠে।