Home > বিনোদন > খালেদার সঙ্গে ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে যা বললেন মিশা

খালেদার সঙ্গে ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে যা বললেন মিশা

টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। নির্বাচনে জেতার পর থেকেই তাকে ঘিরে দানা বেঁধে উঠেছে বিতর্ক।

ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে মিশার একটি ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি দাবি করা হচ্ছে মিশা নাকি জাসাসের সাবেক সহ-সভাপতি। এই তথ্যকে অপপ্রচার বলে শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি।

মিশা সওদাগর বলেন, আমি একজন চলচ্চিত্র শিল্পী। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। মানুষ আমাকে ভালোবাসেন। তো বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন জায়গাতে যেতে হয়। অনেকের সঙ্গে ছবি তোলা হয়। কিন্তু আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে এই সংগঠন ছাড়া আর কোনও সংগঠনের সঙ্গেও জড়িত না। যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি এডিট করা ছবি।