৯শ শিশুর শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়ার পর আতঙ্ক শুরু হয়েছে পাকিস্তানের রোতাদেরো শহরে। নিউইয়র্ক টাইমস জানায়, গত এপ্রিলে শিশুরা জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। শিশু বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ক্ষেত্রে একই সিরিঞ্জ বার বার ব্যবহার করায় ছড়িয়ে পড়ে এই ভাইরাস। যা এখন মহামারি আকার ধারণ করেছে।
এরপর থেকেই বাড়তে থাকে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এপ্রিলের পর প্রায় এক হাজার ১শ জন মানুষের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। অর্থাৎ প্রতি দুইশজন মানুষের একজন এতে আক্রান্ত। এদের মধ্যে ৯শ জনের বয়স ১২ বছরের নিচে। বড়রাও আক্রান্ত হচ্ছেন এতে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হবে, কারণ খুব কম সংখ্যক মানুষ এর পরীক্ষা করে থাকেন। গত এপ্রিলে গুণবাহার শেখ নামের এক সাংবাদিক বিষয়টি তুলে ধরেন। তার প্রতিবেশিদের পরীক্ষা করানো এবং উদ্বিগ্ন হওয়া দেখে বিষয়টি তার নজরে আসে।
এরপর কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়। তারা জানতে পারে, আক্রান্ত অনেক শিশুকে একই ধরনের চিকিৎসা কেন্দ্রে পরীক্ষা করা হয়। যার ফলে এটি মহামারি আকার ধারণ করে।