প্রবল আকার ধারণ করেছে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। এবছর বিভিন্ন সময় লাইন অব কন্ট্রোল রেখার এপার-ওপারে নিহত হয়েছেন অনেক পাকিস্তানি বা ভারতীয় সৈনিক। এবার পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানের হাতে এই বছর কমপক্ষে ৬০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) এক টুইট বার্তায় পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সীমান্তে পাকিস্তান সেনাবাজিনীর সঙ্গে সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর ৬০ সদস্য নিহত ও আরো অনেক সদস্য আহত হয়েছেন।
সামরিক পর্যবেক্ষকরা এখন অপেক্ষায় আছেন ভারতীয় বাহিনীর তরফ থেকে এই বার্তার কী জবাব দেয়া হয় তা দেখার জন্য। ভারতীয় সেনাবাহিনী মাঝে মাঝে নিজেদের সেনা নিহত হবার কথা স্বীকার করলেও কখনো এত বেশি সেনা হারাবার পরিসংখ্যান উল্লেখ করে নি। পর্যবেক্ষকরা আরো বলছেন, ভারতের উচিত এই নিহতের সংখ্যার বিষয়ে স্পষ্ট কথা জনগণের সামনে তুলে ধরা।