Home > জাতীয় > সারাদেশ > ব্রিটিশ নাগরিক বৃদ্ধের সাথে তরুণীর বিয়ের ভিডিও ভাইরাল

ব্রিটিশ নাগরিক বৃদ্ধের সাথে তরুণীর বিয়ের ভিডিও ভাইরাল

অসমবয়সী একটি বিয়ের ভিডিও গত দুদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটি এক তরুণীর সঙ্গে দ্বিগুণ বয়সী ষাটোর্ধ ব্রিটিশ নাগরিকের বিয়ের অনুষ্ঠানের।

ভিডিওটিতে একটা কেকের ওপর লেখা থেকে এটুকু উদ্ধার করা গেছে, বরের নাম মাজেদ আর কনের নাম সেলিনা। কথাবার্তায় বোঝা যায় যে, বিয়ের এ ঘটনাটি ঘটেছে সিলেট এলাকায়।

টুকরো টুকরো কথপোকথন থেকে এটাও স্পষ্ট যে, বৃদ্ধ লোকটি লন্ডন থেকে বিয়ে করতে কয়েকদিনের জন্য দেশে এসেছেন এবং বিয়ের বউকে সঙ্গে নিয়ে লন্ডন ফেরত যাবেন।