Home > আন্তর্জাতিক > পাক-ভারত কাশ্মীর উত্তেজনাঃ প্রাণ গেছে ৬০ ভারতীয় সেনার

পাক-ভারত কাশ্মীর উত্তেজনাঃ প্রাণ গেছে ৬০ ভারতীয় সেনার

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছে,কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০ ভারতীয় সেনার প্রাণ হানির ঘটনা ঘটেছে ।

আসিফ গফুর শনিবার (২৬ অক্টোবর) সামাজিকমাধ্যম টুইটারের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

বালাকোটে ভারতের বিমান হামলার পর থেকে সাম্প্রতিক কাশ্মীর নিয়ে উত্তেজনায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

জেনারেল আসিফ গফুরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সীমান্ত রেখায় পাকিস্তানি বাহিনীর হাতে ৬০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে। এর মধ্যে অসংখ্য ভারতীয় সৈন্য আহতও হয়েছে। পাকিস্তানি সেনাদের আক্রমণে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়।

পাক সেনাবাহিনীর মুখপাত্র বলেন, খুব নৈপুণের সঙ্গে ভারতের বিমানবাহিনীর ২টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এসময় আতঙ্কে নিজেদের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে ভারতীয় বাহিনী।