রায়পুরার বিএনপি নেতা-কর্মীরা কোনো প্রকার হয়রানি- হামলা, মামলা শিকার হয়নি। সেই হিসেবে রায়পুরা বিএনপি নেতা-কর্মীরা মায়ের পেটে আছেন বলে মন্তব্য করেছেন নরসিংদী-৫ রায়পুরার সংসদ সদস্য রাজি উদ্দিন আহম্মেদ রাজু।
বুধবার (২৮ ডিসেম্বর) রায়পুরা প্রেস ক্লাবের ৪০ বছরে পর্দাপণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো, তখন আমার নেতা কর্মীদের উপরে নির্যাতন অত্যাচার করা হয়েছে। তাদেরকে নানা রকমের হয়রানি করা হয়েছে। সেই তুলনায় রায়পুরার বিএনপির নেতা-কর্মীরা মায়ের পেটে আছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য রাজি উদ্দিন আহম্মেদ রাজু বলেন, আপনারা সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরবেন। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সচেষ্ঠ থাকবেন। আপনাদের কারনে যেনো কোনো অসহায় লোক সমস্যার সম্মুখীন না হয়। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।
এ সময় অনুষ্ঠোনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশন টেলিভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিক, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, থানা অফিসার ইনর্চাজ আজিজুল হক, পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনসহ আরও অনেকে।
রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহম্মেদ।