Home > জাতীয় > টাকায় ছবি রাখার প্রস্তাবে যা বললেন শেখ হাসিনা

টাকায় ছবি রাখার প্রস্তাবে যা বললেন শেখ হাসিনা

টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করার দাবি জানান জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই দাবি জানান তিনি। তবে এতে সায় দেননি প্রধানমন্ত্রী।

ময়মনসিংহ বিভাগ থেকে সম্মেলনে বক্তব্য দেওয়া জামালপুর আওয়ামী লীগের এই নেতা বলেন, তলাবিহীন ঝুড়ি আজকে উপচে পড়ছে। আপনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। আপনার ছবি বাংলাদেশি মুদ্রায় দেখলে শান্তি পাব। আপনাকে আগাম অভিনন্দন।

জবাবে শেখ হাসিনা বলেন, টাকায় একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। এরপর রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দেব তোমাকে, ভাগো।’

এদিন দশমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। একইসঙ্গে টানা তৃতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। নতুন কমিটিতে বড় কোনো পরিবর্তন বা চমক নেই। হাতেগুনা দুই একটি জায়গায় পরিবর্তন এসেছে। এ ছাড়া অধিকাংশ পদেই আগের কমিটির নেতারা দায়িত্ব পেয়েছেন।