আগামী ২৬ ডিসেম্বর ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে যাচ্ছে। ইনজুরি থাকার কারণে দলে জায়গা হয়নি হারিসের। এই সময়েই শুভকাজটা সেরে ফেললেন তিনি। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ২৯ বছর বয়সী ডানহাতি এই পেসার। শনিবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মাধ্যমে রউফের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
পাকিস্তান ক্রিকেটের এই তারকার বিয়েতে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা। হারিসের স্ত্রী তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। তিনি ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। তাদের দুজনের সহপাঠী হিসেবে পরিচয় হয়েছিল, অতঃপর বিয়েতে পরিণয়।
পাকিস্তানের জার্সিতে একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন হারিস। বল হাতে দানবীয় গতি তুলে বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র হিসেবে নিজেকে তুলে ধরেছেন তিনি।