সাভারের আশুলিয়া থানায় বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করে রাখা গাড়িতে আগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিভিন্ন মামলায় জব্দ করা পরিবহনগুলো মহাসড়কের পাশেই রেখে দেয়। সেখান থেকে সকালে হঠাৎ করে ধোঁয়া বের হতে থাকে। একপর্যায়ে আগুন ধরে যায়। এ সময় খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত হয় দুটি ট্যাক্সিক্যাব, পাঁচটি প্রাইভেটকার ও একটি ট্রাক।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক কোনো সংযোগ না থাকায় কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।